গোধূলি বেলায় এ অগ্রজ
নেই যে কিছুই, রিক্ত হস্ত;
বিরামহীন এ পথ প্রান্তে,
তাই তো তারা ফিরতে ব্যস্ত।
যান্ত্রিকতার এই যুগে
তারা যেন অচল পয়সা;
চোখে মুখে তাই দৃশ্যমান
শুধু মৌনতা, শুধু কুয়াশা।
স্বাধীনতা, ঝলমলে দিন
জীবনের এই ঝলকানি;
এতো অগ্রজ, তাদের দেয়া
দিয়ে গেছে সয়ে জ্বালা গ্লানি;
জানি না আজ কিসের লোভে
এ প্রজন্ম ভাবছে কি মনে ?
আধুনিকতার সে ঐ ঢঙে
ঠেলছে অনিশ্চিত জীবনে।
সারা জনম মমতা ঢেলে
যারা করলে এত সংগ্রাম;
ভাবনা ক্লান্তিতে ছিলো ডুবে
মননে চিন্তনে অবিরাম;
তৈরী করে তব যাত্রা পথ
মনিমানিক্য ভরা ছন্দময়;
আজ তবে, একি প্রাপ্তি দেখি
বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয়।
কিছুই চায়নি এ অগ্রজ
এ অনুজ যাদের সংকল্প
সময় চাল কত নিষ্ঠুর
হলো যে মিথ্যে এসব গল্প।