নিয়ত দেখি ছোটাছুটি চারিদিকে
সবাই খেলে জীবন খেলা;
আটকে গেছি এই সে পথের বাঁকে
মিছেই আমার সারাবেলা।
হাত বাড়াই দূরে ঐ আকাশ পানে
কুড়িয়ে নিতে সুখটাকে;
দূরে ঐ নীলিমায় লক্ষ তারার সনে
সেথায় নাকি সুখ থাকে।
অচেনা সে ভাবনাগুলো বাঁধে বাসা
হৃদয়েরই অথৈ গভীরে;
বাস্তবতা নেই শুধুই স্বপ্নে ভাসা
ডুবে যাই বেদনার ভারে।
ভাবি মন প্রাণ খুলেই গাই গান
বারে বারে মনে শঙ্কা জাগে;
নেই যে কথামালা কি ভাবে সুরতান
কোন বা সে সঙ্গীত রাগে?
একলা বসে বিষন্নতায় আছি ডুবে
কি যে করি এ আঁধার রাতে?
ছোটাছুটি অহর্নিশি কেনই তবে
সাঙ্গ হবে সবি হার জিতে।