এক
ভজ মানুষ,সবই হবে
লালনে কয়;
নত হও,বড় হবে তবে
নয়ত নয়।
দুই
জনতার এই অশ্রুজল
যেন সাপের ফণা;
করছে এখন টলমল
এ তিক্ত অগ্নিকণা।
তিন
ভাবি গোলাপ এ ফুলটি
একেবারে গবেট বোবা;
অথচ তা কেমন হাসে
ছড়ায় প্রেম কত আভা।
চার
দাও বোবা এই ফুলটি
গুজে প্রিয়ার হাতে;
ও কেমন সুন্দর বলে
গোপনে নির্জনেতে।
পাঁচ
একটু হাসির ক্ষমতা জানো ?
নেই তার কোন মৃত্যু ভয়;
যেন তীরন্দাজের সে তীর ধনু
করতে পারে এ বিশ্বজয়।