না এলো স্বপনে সে ফল্গুধারার মত
মন জুড়ে অঢেল খুশীর বন্যা;
পাহাড় বেয়ে যেমন নামে ঝর্ণা
করি না কখনও মনে আক্ষেপ তত।
মানুষের মুখে যদি দিতে পারি হাসি
বুকে টেনে ভাবতে পারি আপন;
করতে পারি হৃদে খুশী রোপণ
নাই বা হলো আমার সে আনন্দ রাশি।
এ মনের আশা নাই বা হলো পূরণ
সাজিয়ে দিতে পারি কারো জীবন;
থামাতে পারি মানুষের ক্রন্দন
নেই আক্ষেপ, হোক না তখন মরণ।
নাই বা পারলাম ছুঁতে, গগন শশী
যদি মিটাতে পারি সবার আশা;
পারি দিতে দুস্থ মানুষে ভালোবাসা
নেই আক্ষেপ, না পেলাম রবির হাসি।
রচনা:২০১১