এক
সব সুখ পড়ে আছে
আমার ছোট্ট গাঁয়ে;
বাড়ি গেলে ঘুরে বিল্লিটা
পিছে পিছে পায়ে।
দুই
জন্ম ও মৃত্যুকে
কে পারে করতে
অবহেলা;
থামাতে পারে কে
নিয়তির এই
ধূম্র-খেলা।
তিন
শুরু হোক সকাল
তোমার স্পর্শে;
না হয় ঐ বিকাল
কাটুক হর্ষে।
চার
বৃষ্টি হলেই হারিয়ে যাও
কষ্ট পাই মনে;
ঐ বৃষ্টিতে কি সে খুঁজে পাও
জ্বলি যে আগুনে।
পাঁচ
তুমি যদি হতে চাও পতি
সে তো ভালো কথা;
আছে কেমন পয়সা পাতি
এই বড় কথা।