এক
দুনিয়া কঠিন এমনই
বুঝতে নারি;
আছে আজ তোমার সবই
কাল ভিখিরি।
দুই
বসে বসে খেলে
শেষ হয় রাজার সম্পদ;
উঠে পড়ে লেগে
এখন সামলাও বিপদ।
তিন
নিজেকে তুমি
চিনলেই যদি;
জানলে তবে
সকল ভেদই।
চার
চাহিদা থাকে সবার
সবি চায় বাড়ি গাড়ি;
ওরা চায় চাল ডাল
ওরা যে দুখী ভিখিরি।
পাঁচ
এমন মানুষ কোথায়
কিছুই চায় না;
না চেয়েও পায় সবাই
কত সে যন্ত্রণা।