প্রতিটি রাত করি যে ছটফট
স্বপ্ন দেখি কত উদ্ভট;
অপেক্ষায় থাকি যদি তবে কাল
হবে বুঝি কষ্টের হাল।
রাতের এই আঁধার হবে দূর
এসে যাবে ঐ সে রোদ্দুর;
আকাশে আর নয় ধোঁয়া কুন্ডুলী
আর নয় হিংসা গালি।
সবার মুখ হোক হাসিতে ভরা
বহুক খুশী ঝর্ণা ধারা;
কত কষ্ট যার নেই ঘরবাড়ি
নেই খাবার অর্থ কড়ি;
কাটায় যারা দিন রাত উপোসে
দিই খাবার ভালোবেসে;
বুকে টেনে নিই,মুছে দিই দুখ
ওরাও মানুষ,চায় সুখ।
স্বপ্ন দেখি সুন্দর হোক কাল
দীপ্ত হোক প্রতি সকাল।