বড়ই নিঃশব্দে চরণ ফেলে
এসে গেল হেমন্ত;
শিশির কুয়াশায় সিক্ত হৃদয়ে
উচ্ছ্বাস নেই তত।
শরতের বিদায়ে মনে বিষাদ
বড্ড একাকী রিক্ত;
কার্ত্তিকের অভাবে কৃষাণ ঘরে
সবার চোখ সিক্ত।
হেমন্ত আগমনে হরিত ক্ষেত্র
হচ্ছে হরিদ্রাবর্ণ;
শস্য মাঠ নত, করছে কুর্নিশ
এ যে কৃষাণ স্বপ্ন।
পাকা ধানের শীষে ঝুলছে সোনা
আরও ম ম গন্ধে;
চারিদিক মুখর, ঢেঁকির তালে
নাচে সবি আনন্দে।
নাড়া আগুনে পিঠা তৈরীর ধুম
মহান এ উৎসব;
নবান্ন উৎসব গানে সর্বত্র
মত্ত হয়েছে সব।