এখনো তবে আছি বেঁচে
ইট পাথরে ঘেরা এই নগরে;
দুষিত প্রায় যে সবই
পালাব কোথায় কোলাহল ছেড়ে ?
নেই নির্মল সে বাতাস
হৈ হুল্লর,সাথী দুঃখ বেদনা;
সর্বক্ষণই দীর্ঘশ্বাস
যাব কোথা,পাখির মত কৈ ডানা ?
বারুদে আকাশ কালচে
বন্দী যেন এই আকাশের নীচে;
মনের সুখখানিও বেচে
দেখি ব্যস্ত সবাই কিসের পিছে।
দুষিত নির্মম শহরে
ইট কাঠ দেয়ালে বেষ্টিত ঘরে;
নেই সবুজ শ্যামলিমা
মন চায় যাই কোথা গুপ্ত নীড়ে;
সবুজ মাঠ স্বর্ণ শস্য
যেথা পাখিরা বেড়ায় ডালে ডালে;
এখানে যে সবাই দস্যু
বাঁচা সে দায় অশান্তি ক্লান্তি ভুলে।
রয়েছে কত প্রতিবেশী
মনে হয় তারা অন্ধ ও নির্বাক;
কখনো মুখে নেই হাসি
অন্তর নেই কারো হই অবাক।