তোমাকে একটি কবিতা শুনাবো বলে
কত যে গান কবিতা কত বার
কত বই পড়েছি সে শতবার
পারিনি লিখতে সে কবিতা কোন ছলে।
ঐ কদম্বডালে পাখীদের প্রেম কথা
শুনেছি চুপি চুপি তবু পারিনি
দেখেছি ওদের আরো কানাকানি
তবু পারিনি, হয়নি সে কবিতা গাঁথা।
তোমাকে শুনাবার মতো প্রাঞ্জল ভাষা
খুঁজতে শুনি ভ্রমরের গুঞ্জন
শুনি ঐ সে ঢেউয়ের আলোড়ন
তবু কৈ পারিনি লিখতে কবিতা খাসা।
শিশির ঘাসের প্রেম দেখি কৌতূহলে
সৃর্যোদয়ে ওদের সে মুক্তো হাসি
দেখেও এতো সে ভালো বাসাবাসি
লিখতে পারিনি তোমাকে শুনাবো বলে।