আজিকার এ তুমি,করছো প্ররিশ্রম
করছো খেলা,কত হৈ চৈ,ভাবছো কম;
ভাবছো এই,তোমার হৃদয়েই আছে
শুধু প্রেম,অন্যের প্রেম সবই মিছে।
আজিকার এই তুমি,মগ্ন কর্মস্থলে
বড় কাজের চাপ, সময় নাহি মেলে;
আজিকার এই তুমি, কর পড়াশুনা
হবে সে বড়, মনে স্বপ্নের আনাগোনা।
আজিকার এই তুমি, গেলে যে প্রবাসে
জীবন হলো রঙিন, তাই ভালোবেসে;
বাঁধলে যে ঘর, স্বপ্ন শুধু এগুবার
কিন্তু সে কথা কেন ভাব না একবার ?
আজিকার এই তুমি, এ তোমরা সবি
কারা রচিলে তোমাদের এই পৃথিবী ?
আজিকার এই তুমি, পেলে তো অনেক
যাদের বদৌলতে সে অদ্বিতীয় এক।
ভেবে দেখ তা, কতটুকু দিলে সময়
ছিলেন যারা তোমাকে নিয়েই তন্ময়।
রচনা:২০১১