এক
মরুর বুকে আর নেই বালু
নেই সেই উত্তাপ;
মানুষে ও দেশে চমকে আলো
সর্বত্র দ্যুতি ছাপ।
দুই
খুশীতে বৃষ্টি রিম ঝিম গানে
লুটিয়ে পড়ে মাটির বুকে;
আর ঐ সুদূর নীল গগনে
তারার মেলা কত ঝকমকে।
তিন
যাকে ভালোবাসি এ মনে প্রাণে
কখনো গোপনে কখনো স্বপনে;
ভুলা কি যায় তারে কোন ক্ষণে
প্রেমধ্বনি বাজতেই থাকে কানে।
চার
ঐ সে আকাশের দিকে তাকালে
দেখি জ্বলে সে তারাগুলো মিটিমিটি;
তাকালে শূন্য থেকে ভূমি তলে
পৃথিবী দারুণ সুন্দর ফাটাফাটি।
পাঁচ
হৃদে শুরু হয় কম্পন
ঐ পাথরের ঢিলে;
জাগে আবার শিহরণ
ঢিল ফুলের হলে।