এমন দেশ কোথাও পাবে নাকো তুমি
সবুজে শ্যামলে আর লতায় পাতায়
বৃক্ষলতার সে ছত্র ছায়ায়
যেথায় সদা সোনা ফলে এ স্বর্ণভূমি।
রাতের আকাশে ঐ সে মিটিমিটি তারা
কেমন রঙিন, করে কত ঝিলমিল
চাঁদের স্নিগ্ধ আলো অনাবিল
দেখে তা মা’র আঁচলে হাসে যে শিশুরা।
আমার দেশটির এতই রূপগুণ
শুনে তোমরা সবাই হবে যে পাগল
বৃক্ষসব দেয় সে ফুল ফল
বসন্তে ফুলে সাজি রূপ তার আগুন।
দেশ জুড়ে শত শত তটিনীর মেলা
ভাটিয়ালী সুর তাই অহরহ শুনি
পাখির মধু কলতান ধ্বনি
বর্ষায় গগনে দেখি সে অভ্রের খেলা।
সাগর সৈকতে যবে দেশরূপ দেখি
কত যে উত্তাল ঢেউ নাচে তার বুকে
মনখানি ভরে আনন্দ সুখে
সোনার এমন দেশ কারো আছে নাকি ?