ওরে কেন বলছিস এমনটি করে
ওরা তো সুখেই কাপড় ভাতে;
কেন তবে ওরা এত কাঁদছে অঝোরে
ঘুমোতেই তবে পারে না রাতে।
মানুষ দিয়েছে যে আজ্ঞা তোদের তরে
ওরা পাবে সেবা সে বিনিময়ে;
কেন তবে কাটে দিন এত কষ্ট করে
তাদের এই পরিজন লয়ে।
বাসে ট্রেনে আর ট্রামে দেখি পাতে হাত
বাঁচায় তাদের এ সংসার;
কেউ বা তবে বাড়ায় সাহায্যের হাত
কেউ বা করে কত তিরস্কার।
হাটে ঘাটে সর্বত্র ধ্বনিত সুর কান্না
এ জীবন যুদ্ধে মানুষ ক্লান্ত;
তবু কেন বুঝি না ছড়াস মিথ্যে বন্যা
মানুষে সুখই সুখ পর্যাপ্ত।
ওরা মরুক বলিস না এমন করে
করিস না কারো স্বপ্ন নিধন;
দিস না মানব জীবন নরক করে
এই টুকুই করি নিবেদন।
রচনা কাল:২০১০