এক
আমার দেশখানি লাগে যে ভালো
অপরূপ শস্য শ্যামল;
ইদানিং নিষ্প্রভ নেই যে আলো
চোখে তাই কত অশ্রু জল।
দুই
আড় চোখে আর দেখ না আমায়
মনে লাগে যে বড় ভয়;
সে একাকী ঐ চোখ বড্ড ভাবায়
কেমনে তবে করি জয়।
তিন
এসে গেল ভোট আর মাত্র ক’দিন
মানুষ স্বপ্ন দেখছে সুখের;
আশা এবার হবে সবার সুদিন
নেতাদের স্বপ্ন শুধু জয়ের।
চার
কত দুখ জমছে বুকে প্রতিদিন
কি ভাবে হবে বহন এ বোঝা
যদি কেটেই যায় কখনো দুর্দিন
ততদিনে হয়েই যাবো কুঁজা।
পাঁচ
বাঁকা হাসিতেই চেপে থাকে আগুন
সেই আগ্নেয়গিরির মত;
না জানি কখন হয় হিংস্র দারুণ
করে সবকিছু ভস্মীভূত।