আসলে যেন আমাদের এ জীবনটা
পথিকের সে বিরাম স্থল
যেন ভূতল অসমতল;
যেন মানুষের কৌতূহল
যেন এ কচু পাতার জল
যেন সস্তা সে এক খেলনা সাদামাটা।
আসলে জীবনটা অকূল সে সমুদ্র
গল্প কাহিনীর চিত্র ছায়া
কখনো এ অন্ধ স্নেহ মায়া;
কখনো মেলে না মায়া দয়া
কখনো নেই মানুষে হায়া
কখনো অশান্ত কখনো আবার রুদ্র।
আসলে জীবনে ঘটেও অনেক কিছু
চুপিসারে শুনি প্রেম ডাক
শুনি সে শয়তানের হাঁক;
শুনি কান্না হই যে নির্বাক
শুনি গর্জন হই অবাক
সবাই ঘোরে মরীচিকার পিছু পিছু।
আসলে কই আর হাসি,কাঁদিই বেশী
বারুদের ধোঁয়া চারিদিকে
কেউ যে ডাকে না হাসিমুখে;
কেউ নেই ভালোবাসি তাকে
কেউ নেই সদা পাশে থাকে
মনে হয় এ পৃথিবী যেন মঞ্চ ফাঁসি।
আসলে জীবনটা বুঝি এক জটিলতা
সারা পথ শুধু দুঃখ গাঁথা
শুধু অকারণ পাই ব্যথা;
শুধু মাথায় শত দুশ্চিন্তা
শুধুই সর্বত্র বিফলতা
নেই কোথা আশা কিরণ শুধু শূন্যতা।
আসলে জীবনটা একটা কালো রাত্রি
দেখি বহু সে মিলন ক্ষণ
বহু বিদায়,অভিনন্দন;
বহু ধোঁকা ও মিথ্যে ভাষণ
বহু শোষণ,পদ দলন
অতৃপ্ত পথিক যেন সে সমাধি যাত্রী।