এ ধরা বুকে সহস্র প্রাণী করে বাস
তার হিসেব কয়জনে রাখে;
কি তাদের রূপগুণ কোথায় আবাস
বাঁচে কে কেমন কত বা সুখে।
বোকা এসব প্রাণী যত এ আশে পাশে
করে বাস এ মানুষের সনে;
আর যারা হিংস্র থাকে না কখনো বশে
বাস ওদের সে গহীন বনে।
আর এ প্রাণী মানব যত পৃথিবীতে
কি যে ভেতরে কতটুকু জানি;
যদিও বা রই কতকাল একসাথে
জানি না কেমন হৃদয়খানি।
মারামারি কাটাকাটি কত শত ছল
রং কত যেন সে গিরগিটি;
মানুষই মারে মানুষ দেখায় বল
তাই যে আজ ব্যোম, লাঠালাঠি।
শুনি ধরায় সর্বশ্রেষ্ঠ নাকি মানব
ঢের জ্ঞান বুদ্ধির অধিকারী;
এ ধরার দৈত্য মানবই সে দানব
সে যে পশুর চেয়ে ভয়ঙ্করী।