মনে প্রাণে আমি যারে চাই
তাঁর বাস নাকি নয় দূরে;
রয় অদৃশ্য তবু কৈ পাই
থাকে নাকি মনের মাঝারে।
খুঁজি সে দিল্লী দেশ বিদেশে
কই কোথাও তো নাহি পাই;
বাস নাকি তাঁর মোর পাশে
নিয়েছে তবে হৃদয়ে ঠাঁই।
করে বিরাজ নাকি সর্বত্র
জলে স্থলে কখনো পাতালে;
দিবা নিশি চলে যত্র তত্র
কৈ দৃশ্যমান,রয় আড়ালে।
সাধন ভজন যার যত
বিনয়ে যে ডাকে শ্রদ্ধাভরে;
বাসনা জীবনে কার কত
তারও বেশী বিলায় তারে।
রচনা কাল: ২০১০