এই লোড শেডিংয়ে শহরের দালান
মনে হয় রাতে কত সে কঙ্কাল;
দৈত্যের মত দাঁড়িয়ে কতকাল
দেখাবে ভয়, করবে মানুষ হয়রান।
যখনই আবার বিজলীর আগমন
ঝটপট তবে জ্বলে উঠে আলো;
দৈত্যগুলো যেন হয় বড় ভালো
ভয়ার্তদের দিয়ে চুমু, হয় নির্গমন।
মনে হয় কোন অদৃশ্য স্বর্গপুরী থেকে
রূপালি কাপড়ে আবৃত সে পরী;
এলো যে করতে দূর আহাজারি
যত ভয় ডর, যাবে চলে প্রশান্তি রেখে।
এ লোড শেডিংয়ে কেন জানি মনখানি
বড্ড বেশী হয়ে পড়ে পরিশ্রান্ত;
শহরের কোলাহল হয় শান্ত
এই ফাঁকে একটু ঘুমায় শহরখানি।