আষাঢ়ের ঘনঘটা
শ্রাবণের বারিধারা;
ঝম ঝম ঝির ঝির
রাতদিন বৃষ্টি পড়া।
খাল বিল নদী নালা
জলেতে হয় সাগর;
এথা হেথা সে সর্বত্র
বইছে যেন নহর।
বৃক্ষলতা বৃষ্টিস্নাত
সজীব সতেজ কত;
ঝুমুর ঝুমুর তালে
বৃষ্টি সনে নৃত্যে রত।
রকমারি ফুল ফলে
চারিদিক যায় ভরে;
জাতীয় ফল কাঁঠাল
প্রচুর তা চোখে পড়ে।
কদম কেয়া বকুল
কত আরো সাদা ফুল;
দৃষ্টি ঐ নভঃ পানে
আরো এ শাপলা ফুল।
জাতীয় পাখি দোয়েল
গায় যে বর্ষার গান
গ্রামে গঞ্জে এ মানুষে
দেখি মুখরিত প্রাণ।
জেলেরা এ থৈ থৈ জলে
জালে ধরে মাছ কত
ঝাঁকে ঝাঁকে এ বর্ষায়
আসে সে ইলিশ শত।
কৃষাণের মুখে দেখি
শুধু আনন্দ ও হাসি;
কবি সাহিত্যিক যারা
লিখতে গিয়েছে বসি।
ভীষণ যে ভালোবাসি
সকলেই এই বর্ষা;
যেন এ জীবন স্বপ্ন
গ্রাম বাংলার আশা।
বর্ষার ছোঁয়ায় যেন
বাংলা হয় রূপসী;
ছোট বড় সবি তাই
বাংলাকে ভালোবাসি।