ভাগ্যবান আমি বলি তারে
জন্মে যে দরিদ্র পরিবারে;
সেই স্বার্থক জগৎ পরে
নিঃস্ব হয়ে যে গেছে ফিরে।
দীনতা সদা ফলে কৃতিত্বে
স্বপ্ন তার চায় কিছু পেতে;
হৃদয় মগ্ন আকাশ ছুঁতে
না হয় ব্যর্থ কিছু লভিতে।
ইতিহাসে দেখি কিছু নাম
গরীব যে কুড়ায় সুনাম;
দরিদ্র যে হয় সে অনন্য
নব সৃষ্টিতে হয় বরেণ্য।
জীবন কাটে উৎকন্ঠায়
পায় নৈকট্য সে বিধাতায়;
ঈশ্বরেও হয় আকর্ষিত
খোদায়ী শক্তিতে বিকশিত;
ধরা উচ্ছ্বাস থেকে বঞ্চিত
স্বর্গসুখ তার সে নিশ্চিত।