রোজা রমজানের ঐ খুশীর ঈদ
এসে গেলো তা হাসি হাসি;
তাই গেছে চলে কচি কাঁচার নীদ
কাটে না সময় বসি বসি।
ঘরে ঘরে সবার হৈ হৈ রৈ রৈ কান্ড
শুধু কেনা কাটার রব;
দোকান পাটে এমন ভিড় প্রচন্ড
যেন আজ ই কিনে সব।
রোজার মাস এলে ব্যবসায়ী সবি
হয়ে যায় অতীব লোভী;
দ্রব্য মূল্য করে এরা আকাশচুম্বী
প্রশাসন তো বোবা ছবি।
অবৈধ বনিকেরা হয়ে গেছে মাতাল
পেতেছে মুনাফার ফাঁদ;
হবে যে ওরা রাতারাতি মালামাল
করবে ভোগ স্বর্গ স্বাদ।
আসছে ঈদ করছে সব ঝলমল
খুশীতে ভরে যাবে ধরা;
শুধু গরীব চোখ করে টলমল
ওরা যে সবকিছু হারা।