ঐ যে দেখছো লাঙ্গলটি
আরো ছিল সুন্দর দা’র গরু দু’টি;
বেশ মোটা তাজা খায় দায় খুব
অতি প্রত্যুষে দাদাকে দেখি দিতে ডুব;
কৃষি কাজে, কাঁধে তার লাঙ্গল খানি
গরু দুটো হাটে আগে, ভার তার মুখখানি;
বার্ধক্যের চিঁড়ে, সবই যেন হারিয়ে গেছে
আজ কোথায় কেউ নেই সবই যেন মিছে।
নেই গরু দুটো শূন্য ঘর বাড়ি আছে পড়ি
কিছু ধুলি ভাঙ্গা লাঙ্গল দাদার ছড়ি;
সারাটা জনম দাদা গেলো কষ্ট করি।