তুমি তো লিখেছো
অনেক কথা, শেষে এও বলেছো,
আজ না হয় লিখ কিছু প্রেমের কবিতা;
আমি বলি,ভয় হয় বলতে মিথ্যে কথা
চারিদিকে এ কি দেখি দেখি কত নেংরা খেলা;
কত মিথ্যে সেকি শুধু শুধু মিথ্যে বলা।
কোথাও নেই মায়া শুধু প্রতারণার ছায়া
বদলায় শুধু কায়া নেই একটু হায়া;
নৈতিকতা বিসর্জনে করে প্রেম খেলা
তবে এ কেমন এই প্রেমলীলা।
তেমনই কিছু কবিতা লিখতে
শক্তি কই হাতে?
যদি তবে বলি
সদাই যে আমি প্রেমানলে জ্বলি;
আল্লাহকে ভালোবাসি লোকে করে হাসাহাসি,
অনেকে বলে পাগল আস্ত ভন্ড নাকি আমি মস্ত।
এ প্রেমে নেই প্রকাশ চায় না কারো সাবাস;
প্রেম চলে গোপনে চলে তা শুধু ধ্যানে।
নেই মিথ্যে বুলি কোন নোংরা কেলী
এই তো প্রেম খাঁটি এতই সে পরিপাটি;
যেন এ নমনীয় উদার সোনার মাটি।
এ প্রেম প্রকাশে করি না তবে ভয়
আমার প্রিয় বড়ই মধুময়;
তাঁর সে হৃদয়।