(হুমায়ুন আহমেদ স্মরণে)
ঐ সুদূর গগনে ভাসছে কত নক্ষত্র
করছে আলো বিকিরণ;
ধরণীর বুকেও রয় তা যত্রতত্র
করে সদাই বিচরণ।
এমনই একটি সে তারা হুমায়ুন
যাকে সবাই হিমু বলে;
দ্যুতির ছটায় যেন ধরার অরুণ
দিলে প্রভা লেখার ছলে।
স্বল্প সময়ে কত যে তার লেখালিখি
কত নাটক উপন্যাস;
কত যে চলচিত্র গল্প আরো কত কি
রচিলে বিশ্ব ইতিহাস।
রেখে গেলে তুমি বইয়ের হিমালয়
বিরাট সাহিত্য ভান্ডার;
হৃদে বেঁধেছি তোমায় দেব না বিদায়
তুমিই যে শিল্পের সম্ভার।
রচনা :জুলাই ১৮,২০১৩