লক্ষ মানুষের ভিড়ে
যত কিছু ঘটে অগোচরে;
আকাশ তো দেখে তারে
স্মৃতিতে সবই রাখে ধরে।
শত সে দুঃখ জ্বালা
জগতে কত সহস্র প্রাণে;
পায় কেহ সুখ মালা
ভরে জীবন আনন্দ গানে।
মানুষের হাহাকার
জীবনের জয় পরাজয়;
সবই গোচরে তার
দর্শক হয়ে দাঁড়িয়ে রয়।
বৃক্ষ আর পশুপাখি
কার নেই দুখ,কাঁদে সবে;
আড়ালে যে মুছে আঁখি
কান্না কি তবে নেই এ নভে ?
বুকে তার লক্ষ তারা
খেলে বেড়ায় মায়ের কোলে;
খসে হয় কোল হারা
কেঁদে সেও,ভাসে অশ্রুজলে।
কত মহান আকাশ
দেখে ধরার তান্ডব লীলা;
কভু না হয় হতাশ
নেই যেন এতটুকু জ্বালা।
ইচ্ছে করে নভ হতে
হতে যে বিশাল তার মতো;
কষ্ট নেব মাথা পেতে
সুখে থাকুক মানুষ যত।
রচনা কাল:২০১১