দেখি এই বৈশাখ জ্যৈষ্ঠে হরেক দৃশ্য
মৌসুমী ফল সম্ভারে গ্রীষ্ম;
থাকে সে ধ্বংসলীলায় সদা উন্মত্ত
বায়ু তার এতই যে ক্ষিপ্ত।
কাল বৈশাখী ঝড়ে কি যে হয় কখন্
মনটা করে যে ত্রাহি ত্রাহি;
স্মরে সবি তখন আল্লাহ ভগবান
স্তুতি পাঠে অনুগ্রহ চাহি।
জ্যৈষ্ঠের সে খরতাপে শরীর ঘর্মাক্ত
ছোট বড় সবাই অতীষ্ট;
দুপুরে অগ্নিঝরা রোদে পুশুপাখি স্তব্ধ
আইবুড়ো সবে পায় কষ্ট।
দামাল রোদের অতি দুরন্তপনায়
নেই যে কারো চোখে ঘুম;
আম্রকাননে সেই সে সকাল সন্ধ্যায়
চলে আম কুড়ানোর ধুম।
দেখি সর্বত্র শুকনো তৃষ্ণার্ত প্রান্তর
চেয়ে আছে সে আকাশ পানে;
আগুনের ঘোড়া ছুটছে কি ভয়ঙ্কর
বিষ ঢালতে মেঘের কানে।
অন্তর সবার যেন অসীম জ্বালায়
কেঁদে কেঁদে হয় নীরব;
গোলাপ বেলি তখন যেন মমতায়
চায় যে ঢেলে দিতে সৌরভ।
রচনা:মে,২০১৩
(সঠিক সময়ে পোষ্ট করতে পারি নি।)