(জাপানে প্রচলিত ‘হাইকু’ জাপানি কবিতা)
১
ঝর ঝর এ বর্ষায়
মেঘেরা করে কত যে কানাকানি
কত না ভালোবাসায়।
২
ঐ যে দেখ রংধনু
সপ্ত রঙের ডোরা কাটা শাড়ীতে
গগন কেমন সাজানো।
৩
পথ দুটো নয় একটা
যেতেই হবে যে ঐ পথে একদিন
পাবে কি বসন্তটা ?
৪
এই যে মাটি কাঁদে কত
বৃষ্টি হলেই আবার সে হাসবে
ফুল ফল ফলবে শত।
৫
ঘর্মাক্ত ঐ কৃষাণ
হৈমন্তী ধান ক্ষেত দুলে বাতাসে
মাঠে আনন্দ গান।
৬
আমি এ বৃক্ষতলায়
অলিরা এলো বাগে মধু খেয়ে গেল চলে
আমি যে তোমার আশায়।