সকাল হলেই ওর গানে যে
ঘুম আমার ভেঙ্গে যায়;
মধুর স্বরেতে গায় গান সে
বাড়ির মুক্ত আঙিনায়।
চোখ মেলে দেখি উঠোনে বসে
গায় কত যে হেলে দুলে;
যেই তাকাই সে একটু হেসে
লজ্জায় যেন যায় চলে।
কিছু পরে আসে আবার ফিরে
ধরে যে গান গলা ছেড়ে;
ছোট্ট সে গলায় শুধাই তারে
মধুর সুরে ডাক কারে ?
হটাৎ ইচ্ছে হলো দেই তালি
ধরুক গান ফের হেসে;
পাখি পেয়ে ভয় সবই ফেলে
গেল চলে দূর আকাশে।
কি সে দুষ্টু পোকা এলো এ মনে
দিলেম যে ওকে তাড়িয়ে;
দিই নি কিছু, ওর গান শুনে
চলে গেল ও ক্ষুধা নিয়ে।