হৃদে কালো যত হোক শত শত
দূর করে দাও আগে,
রব খুশী তাতে ফল হাতে হাতে
মনে দীপ শিখা জাগে।
দীন দুখী যারা সব কিছু হারা
করে বাস অতি দুখে,
যদি পারো তবে দান করো সবে
যেন রহে তারা সুখে।
যার আছে পাপ থাকে কত শাপ
দীনে সেবা দানে তাই,
ধুয়ে মুছে যায় মন যাহা চায়
পাপ সব হয় ছাই।
থাকো যদি পাশে দুখী জনে হাসে
প্রভু সদা তাই চায়,
এতে জ্বলে আলো দূরে ঠেলে কালো
জগে সেহি সব পায়।
কৃত্তিকা ছন্দের কবিতা