এই জগতে কবি লেখক
ছড়ায় ধরায় জ্যোতি,
লেখনীতে ফোটে উঠে
কল্প জগের মোতি।
কাব্য ছড়ায় লেখেন তারা
সবার দুঃখ হাসি,
জীবনের সব কষ্ট জ্বালা
হৃদয় দ্বন্দ্ব রাশি।
প্রকৃতির সব রূপ-বৈচিত্র্য
তাদের লেখায় ফুটে,
কখনো তাই ব্যথিত হয়
হৃদয় তাদের টুটে।
অজানা সব কাহিনীতে
আঁকে আসল ছবি,
তাই যে তারা অন্তরীক্ষের
সোনা মাখা রবি।
হৃদয়ে তার লুকিয়ে রয়
পাবে বিশ্বে খ্যাতি,
সতত তাই বইয়ের সাথী
জ্ঞান চর্চায় রয় মাতি।
স্বরবৃত্তঃ ৪+৪/৪+২