সুদূর চীন বা দিল্লী থাকো
যাবো আমি সেথা,
যাবো উড়ে পাখির মতন
তুমি আছো যেথা।
হও দূরে বা আকাশতলে
হয়ে একটি পাখি,
তুমি যে মোর খুবই প্রিয়
বলবো সবে ডাকি।
তোমার মনে বাঁধব বাসা
হও বা গভীর জলে,
যতই চাও না দূরে রইবে
নানা রকম ছলে।
যতই তুমি আড়ালে রও
হও অদৃশ্য বায়ু,
তুমি সদাই ছিলে আমার
আমার দেহের স্নায়ু।
যেদিন তোমায় পাশে পাব
রাখব ধরে হৃদে,
পালাতে আর দেব নাকো
তবে চির নিদে।
স্বরবৃত্তঃ ৪+৪/৪+২