এবার সুন্দর হয়েছে ফলন
তাই কৃষাণেরা হাসে;
সবুজ ধান গাছগুলো যখন
নাচে দোলে বাতাসে।
মনকোণে কত স্বপ্ন জাগে
হবে খোকার পড়াশোনা;
স্কুল যাওয়া যাবে না থেমে
দেখবো ওর হাসিখানা।
যদি দুরন্ত বন্যা, না আসে
গোলা ভরবে ধানে;
আসবে সুখ পুড়া সংসারে
রবো না আর অনটনে।
আসি আমরা কৃষাণ-কৃষাণী
দেখতে ধানের জমি;
ভুলে যাই হৃদয়ের কষ্টখানি
ইচ্ছে হয় তাকে চুমি।
June 30, 2020