যেই বসন্ত বন-বনানী
রঙিন ফুলে ভরে,
অলিরা হয় মাতাল বড়
রয় না বসে ঘরে।
কোকিল ডাকে মিঠিমিঠি
কুহু কুহু তানে,
বন্ধুর খোঁজে বন-বনান্তে
ঘোরে ব্যাকুল প্রাণে।
মৌমাছিরা গুন-গুনিয়ে
মধু খাওয়ার লোভে,
ফুলের সনে ভাব-জমাতে
ফুলের বুকে শোভে।
বিরহী সুর সকল প্রাণীর
কাঁপন ধরায় মনে,
শিমুলপলাশ লাল আবিরে
সাজলো বনে বনে।
বন্ধুয়া যেই পাশে রহে
ওই বাসন্তী সাজে,
আনন্দেরই দোলা লাগে
পুলক হৃদয় ভাঁজে।
স্বরবৃত্তঃ ৪+৪/৪+২