এসে গেলো মাহে রমজান
সংযম শিক্ষার মাস;
শিখি পরিশুদ্ধির মন্ত্রবিধান
অন্তরে যে অহং বাস।
ঝেড়ে ফেলি অশুভ অনাচার
গড়ি আদর্শ জীবন;
সংযম সাধনায় সৃষ্টিকর্তার
কাছে করি সমর্পণ।
ক্ষুধা তৃষ্ণার কি কষ্ট জ্বালা
গরীবেরা সহ্য করে;
ধনীরা না খেলে সারাবেলা
কষ্টটা বুঝতে পারে।
দরিদ্রে করো সততই দান
ওরা ক্ষুধার্ত অনাহারী;
বিনিময়ে দিবে প্রভু মহান
সর্বসুখে জীবন ভরি।
সারা মাসের সংযম সাধন
হোক সকলের পাথেয়;
যদি রপ্ত করি সারা জীবন
রবে না কিছুই অজেয়।
এ রমজানে পাপ পঙ্কিলতা
উপবাসে হই পরিমল;
নামুবে মানুষ মানুষে মমতা
স্নেহ ভালোবাসার ঢল।
Sunday, April 26, 2020