এগিয়ে এসেছে যেন অনেকেই
দ্যাখো ঐ যে আকাশে চন্দ্র সূর্য তারা
পৃথিবীকে সমৃদ্ধ করবে বলে;

দ্যাখো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট পতঙ্গ
কখনো যে চোখেও ধরা পড়ে না ওরা
এসেছে কিছু দেওয়ার ছলে।

আস্তানা গেড়েছে কত বৃক্ষলতা
করেছে দখল বিশাল বিশাল বনাঞ্চল
তারাও ধরিত্রীর শ্রীবৃদ্ধির তরে;

সবুজ তুলিতে রাঙিয়ে বসুন্ধরা
করেছে অগণিত পশুর নিবিড় আবাস
ভরিয়ে দেয় ফুল-ফল সম্ভারে।

এসেছে আরো কত প্রাণী মানুষ
পাখিদের গানে মানুষের বুদ্ধি জ্ঞানে
পুলকে আলোকে ভরে উঠে সবি;

কেউ এখানে আসেনি নিরর্থক
যত ঐ জলাধার নদনদী সাগর মাটি
করছে লালন গোটা এ পৃথিবী।