ভালোবাসার কবিতা লিখতেই ভালো লাগে।
অন্য যেকোনো বিষয়ের উপর লেখা কবিতা
মনে হয় যেন অভিনয়; শব্দ ও অর্থের সঙ্গে
যোগহীন যেমন মঞ্চস্থ চরিত্র ও অভিনেতা।
কিন্তু ভালোবাসার কবিতা লেখা খুব কঠিন।
তা মনে আসলেও মুখে আসে না। উপরন্তু
ভাষার সঙ্গে ভাবের সম্পর্ক তো সীমানাহীন
রহস্য ভালোবাসা যেখানে পরম, অখণ্ড, শূন্য।
তারপরও ভালোবাসার কবিতা লেখার শখ,
জানি শেষ পর্যন্ত গোলমেলে হবে না বলা।
তাই তুলনা, স্তুতি ও রূপকে ভরপুর নিরর্থক
পঙক্তিতে, লোক দেখানো শব্দ নিয়ে খেলা।
ভালোবাসার কবিতায় 'ভালোবাসা' পদটাই
যথেষ্ট; 'ভালোবাসা'র অর্থ খোঁজা বোকামি।
একাডেমির জরাগ্রস্ত পন্ডিতের কথার লড়াই
বাদ দিয়ে বলো,'আমরা বুঝি ভালোবাসা কী!'