তোমরা-মেয়েরা-ভালোবাসতেই জানো না; যদি জানতে
তাহলে অপেক্ষা করতে। 'কীসের আশায়?' এই অযুহাতে
নীরবে সরে যেতে না; বরং শ্বাসটেনে বলতে,'আর কত দিন?'
কিন্তু স্বভাবতই অধৈর্য ছটফটে তোমরা অমসৃণ পথচলায়
অক্ষম; তার 'পর পুরুষের কামবঞ্চনা 'শঙ্কার কাছে পরাধীন।
পরাধীন লোক ভালোবাসতে পারে না; সান্ত্বনা পাবে আশায়
সহানুভূতিকে ভাবে ভালোবাসা যে সুযোগে কথার জাল বুনে
বাকপটু সুদর্শন শিকারিরা। কেবল তোমরা যদি তা জানতে!
তাহলে পিছন ফিরে দেখতে। 'হেট স্মল টক' শ্লেষ না উষ্মাতে
নাক সিটকাতে না; বরং দ্বিধাজুড়ে বলতে, 'বলার আছে কিছু?'
কিন্তু বেকার ছোকরাদের প্রশংসার লোভে তোমরা আত্মমগন
বাছবিচারে অন্ধ; তাছাড়া সহজাত ভীতির ফলে সন্দেহপ্রবণ।
সন্দেহবাদীরা ভালোবাসতে পারে না; অবস্থান প্রমাণের পিছু
সমর্থন লাভকে ভাবে ভালোবাসা সে-সুবাদে কুতর্ক লেগে থাকে
সামান্য তুচ্ছ কারণে সর্বদা। কেবল তোমরা যদি তা জানতে।