দূর আকাশের ঝাপসা তারার মতো
কৌতূহল জাগানো মিটমিটে আলো
তোমাদের রূপ, তোমাদের সৌন্দর্য—
আমাদেরকে মুগ্ধ করে, কাছে টানে,
যদিও ধরা দেয় না নিজে থেকে কভু।

আমরা আড়ালের ক্ষুধার্ত মূকদর্শক;
লোভাতুর দৃষ্টিতে একটানা চেয়ে থাকি
টিভি বা মোবাইলের স্বয়ংক্রিয় পর্দায়।
ধরাছোয়া পাবো না তা জেনেও, চোখ
জড়ান সুখ খুঁজি স্নায়ুরসের সহায়তায়।

তোমরা এসব বুঝবে না। বুঝলেই কী?
তোমরা তো থাকো কাঁচের দুর্গে: রক্ষী,
কলাকৌশলী ও শুভাকাঙ্ক্ষীদের ভীড়ে।
এদিকে আমাদের নগ্ন ছনেঘরের খুঁটি
অতৃপ্ত কামনার দীর্ঘশ্বাসে নড়ে-চড়ে।

অবশ্য তোমাদের কোনো দোষ নেই
এতে। কিছু জিনিস সুন্দর দূর থেকেই।
বলতে পারো এমনটা প্রকৃতির ষড়যন্ত্র!
ক্ষুধার্ত ভোজনরসিকরা উচ্ছিষ্টে দাঁত কাটে
যেখানে উর্বর ভূমি পড়ে থাকে অকর্ষিত।