তোমার সৌন্দর্য নয় নিভে যাওয়া আলো।
তাই বলো, আমি তো ভেবেছিনু:
আমার সৌন্দর্য বুঝি তোমার কাম ও
আমার এই দেহ। তাই যখন নয়
তাহলে বলো, শুনি, কী তবে সৌন্দর্য?

বিচিত্র অভিজ্ঞতায় আমাদের দীর্ঘ জীবন
স্থান ও সময়ের খাতায় দিন-মাস-বছরের
অবিচ্ছিন্ন প্রবাহ; অথচ চোখ বুজলে এখন
দেখি অভিজ্ঞতার সারাংশ: একে-অপরের
সঙ্গে যোগহীন গুটিকয় মুহূর্ত শুধু -যারা
রূপরসগন্ধে লীন, কেবল নাম করা চলে
সৌন্দর্য - মুহূর্তের সংবেদন মাত্র।