একবারের জীবন মানুষের কাছে যথেষ্ট না।
তাই জন্মজন্মান্তর ও অনন্ত পরকালের কল্পনা
মানুষের। মানুষ চায় শতাব্দীর পর শতাব্দী ফের
বাঁচতে; পৃথিবী খুব নির্মম—এটা জেনেও মানুষের
নীরব প্রার্থনা। মানুষ মনে করে আরেকটু সময়
হাতে পেলে জীবন হতো সুন্দর, সুখস্বাচ্ছন্দময়,
অথচ মানুষ ভালোভাবেই জানে জীবন ক্লান্তির!
আসলে মানুষ তো পশুমাত্র নয় যে স্বীকারোক্তির
লজ্জা ও ব্যর্থতাকে মেনে নিবে। তাই আরেকবার,
আরেকটু সময় তারা চায়; সেটা জন্মান্তর আর
অনন্ত পরকালের ফাঁদ ও একঘেয়েমি সত্ত্বেও।
অথচ মানুষ ভালোভাবেই জানে এসব কখনও
শেষ হবার নয়; যতবারই সময় ও সুযোগ পাবে
ততক্ষণ চলবেই। তাই মানুষকে মেনে নিতে হবে
একজীবনের অসম্পূর্ণতা।