আমার প্রিয় মানুষ, প্রিয় কবি বা প্রিয় দার্শনিক
নাম বললে: তথাগত, প্লাটো ও জীবনানন্দ দাশ।
তারা সবাই ছিলেন গ্রিকহিন্দু-পেগান ও নাস্তিক;
চরিত্র বিচারে শ্রদ্ধেয়, বিদ্যাবুদ্ধি বিচারে নামযশ।
তারপরও নাকি তারা নারকী: নরকের অধিবাসী
পশ্চিম-এশীয় বিধাতার মতে: এটাই ন্যায় বিচার যে, উপকারী সৃজনশীল ব্যক্তিসহ যত অবিশ্বাসী
ওদেরকে হত্যা বৈধ, ওদের বই পুড়ায়ে কর ছাড়।
হুম, বুঝলাম ন্যায়পরায়ণ, দয়াশীল বটে বিধাতা!
কিন্তু তাদের ছাড়া স্বর্গে, যদি যাই, আমি একাকী
অপ্রিয় সেমাইটদের ভীড়ে নারীমদ-নদীতরুশাখা
পূর্বপুরুষহীন অনাথের সেসব ভালো লাগবে কি?
তার চেয়ে বরং ভালো প্রিয় মানুষদের সঙ্গে থাকা
লেজ কাটা ধর্মপ্রচারকারী হীনম্মন্যবোধে ভুগুক
আনন্দে-বিষাদে, বিপদে-নিরাপদে একটাই কথা
শুধু জেনো: প্রিয় মানুষদের বিচ্ছেদ মানেই নরক।