ভয় করো না, বন্ধু! শুধু তুমি আর আমি নই;
আমাদের সঙ্গে থাকবে পৃথিবীর অধিকাংশই
জ্ঞানীগুণী। উদাহরণস্বরূপ: বিজ্ঞানী ও দার্শনিক,
যারা কিনা জগতের আলো! যাদের ঐকান্তিক
চেষ্টায়—বিশেষত পদার্থ ও চিকিৎসাবিজ্ঞানীর
চেষ্টায়—তোমার,আমার, আমাদের সন্তানদিগির
একটা রোগমুক্ত, দীর্ঘ, সহজ জীবন লাভ হয়েছে।
এমনকি স্রষ্টার অনেক রহস্যেরও উত্তর করেছে
এই সকল বিজ্ঞানীরা। এরাই যখন যাবে নরকে
তখন তুমি আর আমি কেন বাদ যাব নরক থেকে।
বরঞ্চ ভালোই হবে; অন্তত অশিক্ষিত, প্রতারক
লোকদের হাত থেকে বাঁচা যাবে। উপরন্তু চিন্তক
মনীষীদের সঙ্গে আলাপ জমবে। তাই ভয় করো না।
তোমার ভয় ওদের পুঁজি, তোমার ভয় ওদের সাহস।