ভালোবাসার জুয়াখেলায় আমি হেরে গেছি। এখন পরিণামে
ভুগছি আর আফসোস করছি। এমনে বোকা সরল প্রকৃতির
মানুষ আমি; নিরীহ নির্লিপ্ত স্বভাব। তবু দৈব-চয়নের মাধ্যমে
অনুষ্ঠিত ও নিয়ন্ত্রিত এ খেলায়—না-চাইতেও—আত্ম-শক্তির
ফাঁদে পড়েছি; নিয়তির পরিপূর্ণতা দানে।
তবে জুয়ারির রক্ত
যখন শরীরে তার কিছুটা নিশ্চয় পেয়েছি; দেউলিয়া সর্বশান্ত
হবার আগে আসর ছাড়ছি না। প্রয়োজনে নতুন প্রেমে পড়ব
ও আবার হেরে যাব; ভালোবাসার পরাজয়েও আনন্দ আছে
বেঁচে থাকার। কাউকে নিজের দখলে ভাবার সুখ কম কীসে;
তাও বিনা মালিকানায়!
তবু সমাজে বসবাসের ফলে পরগর্ব
হেতু ব্যর্থতার গ্লানি চেপে ধরে; প্রতিশোধস্পৃহায় চোখের জল
ক্রোধের আগুন হয়ে ফুটে, যন্ত্রণায় দগ্ধে অবসর; কিন্তু দুর্বল
অক্ষমতার ফলে ছটফট করে নিরস্ত্র হয়। তারপর নামে শান্তি
হৃদয়ে আশার শেষ বাতিও নিভে যায় বলে।
দৃশ্যত এ খেলায়
আমি আপাতত হেরে গেলেও জিতে যাবো। প্রেমে না-পড়লে
অজানাই থেকে যেত মানুষ হিসাবে আমার কোথা ভুলভ্রান্তি,
কোথা ত্রুটিবিচ্যুতি। দু'চোখে আঙুল দিয়ে নিজেকে পুনরায়
সৃজন করার সুযোগ দেখাচ্ছে; ভিখু সন্ন্যাসীর ল্যাবাস ফেলে
রাজবেশে ভালোবাসার আহ্বান জানাচ্ছে।
তাই কারো প্রতি
আমার ক্ষোভ নাই; এবার হেরে গেলেও পরের বার অবশ্যি
জিতব। আমি কামনা করি তুমি সুখী দীর্ঘজীবী হও, সুভদ্রা।