প্রতিটা স্বপ্নের আছে কিছু কথা বলার
বিপুল আগ্রহ, যা বলি বলি বলে আর
বলবার পায় নাই অবসর।তাই সে খুঁজে
নেয় ঘুমোবার সময়, যখন চোখ বুজে
পড়ে থাকে কেহ তার সামাজিক স্বত্ব
ত্যাগ করে। ফলে মিছে লজ্জা ও দম্ভর
অভিনয়ের ফাঁকে,কেবল আমি-আসল
পরিচয়ে-মুখোমুখি বসে, অর্জিত সকল
মুহূর্তের মাঝে,না-বলা যতটুকু আছে
তার স্মরণে করি মহলা;নয়তো পাছে
সংলাপহীন শুয়ে থাকা শুধু পরবর্তী নাটকে।