মরে তো গেছে সে বহুদিন আগেই। তোমরা তা দেখোনি
কারণ তার দেহ ততদিনে পচেগলে বাজে দুর্গন্ধ ছড়ায়নি।
তাই তোমাদের সুদৃষ্টি পড়েনি পড়ে থাকা লাশের উপর।
ঠিক এরকম এক দৃশ্যই দেখেছিলাম:বড় রাস্তার উপর
এক কুকুরের বাচ্চা মরে পড়েছিল এবং চতুর্দিকে ছিল
অনেক মানুষের ভীড়।ফুচকাও বাদাম খাওয়ায় ব্যস্ত
ছিল; কোনো প্রকার ভ্রুক্ষেপ ছিল না লাশটার প্রতি।  কেবল
কিছু মাছি বাদে, যারা তার চোখ ও মুখ কেন্দ্র করে
কেবল
ঘুরপাক খাচ্ছিলো;এছাড়া অন্য কোনো কৌতূহল বা
জিজ্ঞাসা
ছিল না কারো। নির্মম হলেও সত্য কবি ও দর্শনের
জিজ্ঞাসাও মৃত কুকুরটারই মতো।