সুন্দরের ধারণা গড়ে উঠেছে একগুচ্ছ সুবিধার সমন্বয়
যেমন: সুস্থ-সুঠাম দেহ পুরুষের অর্থ-নিরাপত্তার পরিচয়
নারীদের কাছে। আবার নারীর ভরাট পুষ্ট স্তন ও নিতম্ব
প্রজননক্ষমের পরিচয় পুরুষদের কাছে। এরকম দৃষ্টান্ত
আরো আছে, যেমন: কাঁচারঙ-কচিবয়েস, স্থায়ী
চাকুরি
ও একগামী— এ সবই সুবিধার পরিচায়ক। আর বিকিনি
বা বোর্কা শুধু সুবিধা কব্জা করার জন্য। এছাড়া প্রকৃতির
বিভিন্ন অনুষঙ্গও সুন্দর সুবিধা বিবেচনায়।যেমন
গভীর
রাত্রে চাঁদ একমাত্র পাথেয়। তাই যুগে যুগে গান- কবিতাতে
সুন্দর বুঝাতে চাঁদ: চাঁদের মতো ফুটফুটে বাবু বা চন্দ্রিমাতে
ফুটফুটে প্রেমিকযুগল—এমনি সবুজ বৃক্ষ, হলুদ ফসল,
সমুদ্রের জল। অপরদিকে আদিধর্ম বিশ্বাস যখন নিষ্ফল,
পুরনো পদ্ধতি যখন ব্যর্থ, পরিচয় যখন ক্ষুদ্র অর্থ বঞ্চিত
তখন ঘটে ধর্মান্তর, বিদ্রোহ। আর পুরনো ধর্ম হয় ঘৃণিত।
অর্থাৎ আমাদের বিশ্বাস-পরিচয়ও সুবিধার সঙ্গে বিজড়িত
যেখানে যে পরিচয় সুবিধা, সেখানে সে পরিচয়ে পরিচিত।