তুমি একটা জিনিসে পরিণত হও যখন কেউ বলে
'তুমি খুবই সুন্দর'; কেননা এমনটা বলার ফলে তোমার একটা অনড় মূর্তি তৈরি হয় তার চোখে যেটা তার চাহিদা উপযোগী নির্ধারিত মাপেজোখে।
তাই 'সোনা বরণ কন্যা', 'মেঘ বরণ কেশ'
'ডাগর ডাগর আঁখি', বা ' দীঘল দেহের বেশ'
এ ধরনের চটকদার বর্ণনায় প্রলুব্ধ হয়ো না
কারণ এগুলো পণ্যের বিজ্ঞাপন: সৃজনী কল্পনা;
তাদের চাহিদা মোতাবেক গড়ে নেওয়ার জন্য।
তাই তোমার সামান্যতম পরিবর্তনও তখন অসহ্য
ঠেকবে তার চোখে; পরিণামে ছুড়ে ফেলে দেবে
বেমানান বা অচল বলে।