তোমরা আমাকে ভালোবাস না তা আমি জানি
এবং তোমাদের দুঃখটা যে কোথায় তাও জানি
কিন্তু আমি নিরুপায় তোমাদের মনের মতো
সব সময় হতে পারিনি। সেজন্য আমি ব্যথিত।
কিন্তু কী করতে পারি বলো? আমি তো এমনি
সোজা, একরোখা, জেদী সৎ মানুষেরা এমনি
হয়। গিরগিটির স্বভাব পায়নি যে! তাই অনেকের
কাছে মনে হতে পারে আস্ত বদমেজাজী গর্দভের
বাচ্চা; গলাটাও ঠিক সেরকমই কর্কশ ও ফাঁটা।
তবে গর্দভ যে শয়তানকে দেখতে পায়, এমনটা
তোমাদের নবিজির কথা। তাই যদি কখনো
চিৎকার করে থাকি, তাহলে জেনো: হয়তো
তোমাদের মধ্যে ছিল শয়তান: অসীম ধৈর্য
ও ঠান্ডা মাথার খুনি। কিন্তু স্বর্গ হতে বিচ্যুত
আমার মতো মানুষ সব সময় ভোলা ও অস্থির মতি।