আমার মন এখনও দুর্বল তার প্রতি
তা লুকাবার যত চেষ্টা করি না কেন
মনে মনে ঠিক জানি তার মুখোমুখি
হলে ভেঙে যাবে সাধের সন্ন্যাসব্রত।

তাই নিজেকে লুকায়ে রাখি নির্জনে
তার মতে এটা নাকি দম্ভ, অহংকার
জানে না যে অজ্ঞাতে অযাচিত হয়ে
কাছে গিয়েও, ফিরে এসেছি বহুবার।

আমরা জন্মেছিলাম দুটা ভিন্ন সময়ে
যখন তোমার আকাশে রাত, আমার
আকাশে রাত; যখন  পরিণত মেয়ে
তুমি, তখন আমি ভঙ্গুর অস্থিচর্মসার।

আসলে সবটাই আগাগোড়া ষড়যন্ত্র
প্রকৃতির;চেষ্টার ত্রুটি নিছক অবভাস।
আত্মনিপীড়নের পালা উতরান মাত্র
বুঝেছি সবাই স্থান এবং সময়ের দাস।

তারপরও আশা রাখি তারে পাইবার।
মন বড়ো অবোধ 'শেষ কী' না জানে।
ক্ষুদ্র ক্ষুদ্র সংকেত মিলায়ে দেখবার
মধ্যে প্রতীক্ষার আনন্দ নিয়ে বেঁচে আছি।